চট্টগ্রাম: ফটিকছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার হেঁয়াকো বাজারে স্থানীয় বিএনপি'র উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন ভূজপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল সওদাগর, হেয়াকো বনানী ডিগ্রি কলেজের এডহক কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার বাবু, ২নং দাঁতমারা ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা সদস্য মানিক সওদাগর, ইউনিয়ন বিএনপির নেতা জয়নাল আবেদীন বাবুল, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বাবু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির কোম্পানি, ২নং দাঁতমারা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি চৌধুরী, মো. আলম, দাঁতমারা ইউনিয়ন যুবদল নেতা মো. সিরাজ প্রমুখ।
পিডি/টিসি