ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবীণ রাজনীতিক ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২, ২০২৩
প্রবীণ রাজনীতিক ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন   শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, ডা. আফছারুল আমীন দুঃসময়ে সকল আন্দোলন-সংগ্রামে অগ্র সেনানী ছিলেন।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ে মন্ত্রীর দায়িত্ব পালনকালীন তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এনেছেন। তাঁর মৃত্যুতে আমরা দলের একজন পরীক্ষিত নেতাকে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।