ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চলে গেলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুন ৩, ২০২৩
চলে গেলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া ...

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই।  

শুক্রবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

আল্লামা ইয়াহইয়ার ব্যক্তিগত সহকারী মাওলানা হাবিব আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসায় আল্লামা ইয়াহিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আল্লামা ইয়াহইয়া হেফাজতের নেতৃত্বের পাশাপাশি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।