ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মাদ্রাসাছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
পটিয়ায় মাদ্রাসাছাত্র খুন প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নে মো. মাঈন উদ্দিন (১৭) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে সাড়ে ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাঈন উদ্দিন একই এলাকার দিল মোহাম্মদের ছেলে। সে পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, মো.মাঈন উদ্দিনকে লাঠি দিয়ে শরীরে আঘাত ও মারধর করেছে। শরীরের অণ্ডকোষেও আঘাত করেছে। অণ্ডকোষ ফোলা অবস্থায় পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।