ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় ট্রাক চালক-সহকারী যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ইয়াবার মামলায় ট্রাক চালক-সহকারী যাবজ্জীবন  ছবি প্রতীকী

চট্টগ্রাম: পটিয়া থানায় ইয়াবার মামলায় ট্রাক চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত  জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চালক মো. মাসুম মিয়া ও সহকারী মো. আলম হোসেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, ৪৮ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাসুম মিয়া ও  আলম হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস রাস্তার মোড়ে পটিয়া বাস টার্মিনাল এলাকায় ২০২১ সালের ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেকপোস্টে গোপন সংবাদের তল্লাশি চালানো হয়।  

এ সময় ট্রাকের কেবিনের সিলিং থেকে লুকিয়ে রাখা ২৪টি প্যাকেট থেকে মোট ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পটিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাদী হয়ে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।