ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২ রোগীর শরীরে মিলেছে ‘জিকা’র জীবাণু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জুলাই ৮, ২০২৫
চট্টগ্রামে ২ রোগীর শরীরে মিলেছে ‘জিকা’র জীবাণু

চট্টগ্রাম: চট্টগ্রামে দুই রোগীর শরীরে মিলেছে জিকা ভাইরাসের জীবাণু। সোমবার (৭ জুলাই) রাতে একটি বেসরকারি ল্যাবে পরীক্ষায় এই দুজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

 

মঙ্গলবার (৮ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম রোগীর শরীরে জিকা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নগরের এপিক হেলথ কেয়ারে যে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী।

দুজনের বয়সই চল্লিশোর্ধ্ব।  

জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শনাক্ত হওয়া দুই জনের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। কারণ, কোনো অপ্রচলিত বা বিরল রোগের ক্ষেত্রে চূড়ান্ত ঘোষণা আইইডিসিআর দিয়ে থাকে। জিকার পাশাপাশি চট্টগ্রামে ৩০ জন চিকুনগুনিয়া রোগীও শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।