ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানের ইউরেকা ভবনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জুলাই ৮, ২০২৫
জামালখানের ইউরেকা ভবনে আগুন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন জামাল খান এসএস খালেদ সড়কের ইউরেকা ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সলিমা সিরাজ মাদ্রাসার এক ভবন পড়ে ইউরেকা নামের ভবনটি।

ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুইটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

এতে আশপাশের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষের ভিড় জমে। ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।