ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভিযানে আড়াই টন পলিথিন জব্দ, ২ গোডাউন সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
অভিযানে আড়াই টন পলিথিন জব্দ, ২ গোডাউন সিলগালা ....

চট্টগ্রাম: নগরের জেলা প্রশাসনের অভিযানে আড়াই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুইটি গোডাউনকে সিলগালা করা হয়।

 

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো: মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

মাসুদ রানা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় পৌঁছালে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা ভেঙ্গে দুইটি গোডাউনে প্রায় ২ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে সেটি বিনষ্টের জন্য পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়। গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।