ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আজাদ তালুকদারের স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, আগস্ট ৪, ২০২৩
আজাদ তালুকদারের স্মরণে দোয়া মাহফিল ...

চট্টগ্রাম: হাটহাজারীতে একুশে পত্রিকা সম্পাদক প্রয়াত আজাদ তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে হাটহাজারী প্রেস ক্লাব মিলনায়তনের স্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

একুশে পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো. আলাউদ্দীনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সহ সভাপতি মো. হোসেন, দপ্তর সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, সদস্য দিদারুল আলম দুলাল, আজিজুল ইসলাম, একে এম নাজিম, মো.পারভেজ প্রমুখ।  

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দীন।

 

উল্লেখ্য, গত বুধবার (২ আগস্ট) ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আজাদ তালুকদার।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।