ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো সিএনজি স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো সিএনজি স্টেশন ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশনকে উচ্ছেদ করা হয়েছে। পরে এ সিএনজি স্টেশনটি বন্ধ করে দেয় রেলওয়ে পূরবাঞ্চলের ভ্রাম্যমাণ অদালত।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।

এ সময় রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি করমকরতা (অতিরিক্ত দায়িত্ব) জীষান দত্ত, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (পাহাড়তলী) শহীদুজ্জামান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রেল্ওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সোমবার সকালে টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন উচ্ছেদ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া বিদ্যৎ এবং গ্যাস সরবরাহ না করতে সংশ্লিষ্ট দফতরকে আমরা চিঠি দিয়েছি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।