ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা, আহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা, আহত ৩ 

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িঁয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত ও ৩ জন আহত হয়।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার বারআউলিয়া ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন ঘোষ বলেন, ঢাকামুখি লেনে ঢাকা মেট্রো ট- ১৩-৪৪১৭ ড্রাম ট্রাক (১০ চাকার) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা আরো ২টি প্রাইভেটকারকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনটি গাড়ির চালক আহত হয়। তবে প্রাইভেটকারে কোনো যাত্রী ছিল না।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।