চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
তিনি বলেন, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন।
গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এনিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কম্পিলিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ তিন পদ থেকে তারা পদত্যাগ করলেন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বিই/পিডি/টিসি