ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে ...

চট্টগ্রাম: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা গমের বড় চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিকটন গম নিয়ে ‘এমভি এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এসব গম এসেছে।

জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।

এ চালানের ৩১ হাজার ৫০০ মেট্রিকটন গম চট্টগ্রাম বন্দরে খালাসের পর বাকি ২১ হাজার মেট্রিকটন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।