ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় চবি ছাত্রদলের নিন্দা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় চবি ছাত্রদলের নিন্দা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া  জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর সংলগ্ন সড়কে দুজন শিক্ষার্থীর ওপর গুপ্ত হামলার ঘটনায় চবি ছাত্রদল নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

পাশাপাশি জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানায়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

চবি ছাত্রদলের বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবোত্তর সময়ে ক্যাম্পাসে বেশকিছু গুপ্ত হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে পাহাড়ে তুলে নিয়ে মারধর ও ক্যাম্পাসে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একটি গোষ্ঠী। এসব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। অতীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, ছাত্রলীগ বিদায়ের পর নতুন সন্ত্রাসী রূপে কারা আর্বিভূত হয়েছে শিক্ষার্থীরা জানতে চায়।

চবি প্রশাসনের প্রতি শাখা ছাত্রদলের উদাত্ত আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ এলাকায় লাইট, সিসি টিভি স্থাপন, টহল বাড়ানোর পাশাপাশি এসব গুপ্ত হামলায় যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এইসব গুপ্ত হামলা বন্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় ভূমিকা রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের পাশে দুই শিক্ষার্থীর ওপর অতর্কীত হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আহত দুই শিক্ষার্থী হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও  নিরব আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।