ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাপেক্স ক্লাবের ৪৪তম ডিস্ট্রিক্ট কনভেনশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
অ্যাপেক্স ক্লাবের ৪৪তম ডিস্ট্রিক্ট কনভেনশন  ...

চট্টগ্রাম: অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের আয়োজনে এবং অ্যাপেক্স ক্লাব অব সন্দ্বীপের পরিচালনায় ৪৪তম ডিস্ট্রিক্ট-৩ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের হালিশহরের একটি কনভেনশন হলে সকাল ৯টা থেকে দিনব্যাপী সেবা, নাগরিকত্ব এবং বন্ধুত্বের মৌলিক মূল্যবোধ সংরক্ষণের নানা আনুষ্ঠানিকতায় এই কনভেনশন অনুষ্ঠিত হয়।

 

জেলা গভর্নর ও কনভেনশন চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান মো. জামাল হোসেনের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপেক্সিয়ান মো. আনামুল হক মিলন। বিশেষ অতিথি স্থিত ছিলেন, অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি অ্যাপেক্সিয়ান এম মনিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক জাতীয় সভাপতি অ্যপেক্সিয়ান মো. মাহমুদুল হক সাবু।

 

এছাড়াও অতিথি ছিলেন, অ্যাপেক্স বাংলাদেশের এলজি ও পিএনপি অ্যাপেক্সিয়ান ডা. জাবিউল হোসেন, অ্যাপেক্সিয়ান মোহিউদ্দিন শাহ আলম নিপু, এলজি অ্যাপেক্সিয়ার এ আর খান, অ্যাপেক্সিয়ান আয়াজুর রহমান, পিএনপি ইলিয়াস জাশিম, আইপিডিজি-০৩ অ্যাপেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজ।  

কনভেনশন সফলভাবে আয়োজনে নেতৃত্ব দেন আয়োজক কমিটি ২০২৪-এর চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন. সচিব অ্যাপেক্সিয়ান মো. নাজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাপেক্সিয়ান মোহাম্মদ আবদুল কাদের, স্মরণিকা সম্পাদক অ্যাপেক্সিয়ান এমএ মান্নান নাবিল।

এই কনভেনশনে অ্যাপেক্স সম্প্রদায়ের বিশিষ্ট অতিথিদের পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কনভেনশনে নেতৃত্ব, ঐক্য এবং সমাজসেবার গুরুত্বকে তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।  

২০২৪ সালের থিম ‘Assess the Time’ এর অধীনে, অ্যাপেক্স সদস্যরা তাদের সেবা, নাগরিকত্ব এবং বন্ধুত্বের মূলমন্ত্র ধারণ করে জাতির কল্যাণে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এই কনভেনশনে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।