ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের কনস্ট্রাক্টিভ আড্ডা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের কনস্ট্রাক্টিভ আড্ডা

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কনস্ট্রাক্টিভ আড্ডা- ২০২৪’।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ আড্ডার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আড্ডায় ছিল কাবাডি, দড়ি টানাটানি, হাড়িভাঙা, বল পাসিং প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল হাসান, সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জাহারা, ড. তাসনিমা জান্নাত এবং প্রভাষক আয়ানুল হক চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।