চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইনফরমেশান টেকনোলজি ক্লাবের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েব।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, তথ্য প্রযুক্তিখাত বর্তমান সময়ে পৃথিবীর চালিকা শক্তি। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
আইটি ক্লাবের সদস্য শাহরিয়ার সায়মাল ও সৈয়দা তাশনিয়া তাবাস্সুমের সঞ্চালনায় ও ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউডিদ্দন চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইটি ক্লাবে উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ফারহানা নাসরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক মো. ইমরান চৌধুরী, আইন বিভাগের শিক্ষক তওহিদুল ইসলাম জিহাদী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক সরোয়ার কামাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক ও ফার্মেসী বিভাগের শিক্ষক কাজী সানজিদা তাহরিম প্রমুখ।
পরে ইনফরমেশান টেকনোলজি ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদব সহ কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করার বিশ্ববিদ্যালয় উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি