চট্টগ্রাম: অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলছিলেন অনেক স্বপ্নের কথা। কিন্তু সব কথা বলা শেষ হওয়ার আগেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
তিনি বিমলেন্দু দাশ মিন্টু। নগরের দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদ ও মন্দির নির্মাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মন্দির প্রাঙ্গণে অভিষেক অনুষ্ঠান চলাকালে পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি বিমলেন্দু দাশ মিন্টু বক্তব্য দিচ্ছিলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল পাল জানান, বিমলেন্দু দাশ অভিষেক অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন। বক্তব্যের শেষপর্যায়ে এসে তিনি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে যান। এরপর দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিষদের কর্মকর্তারা জানান, তিনি বক্তব্য রাখতে খুব পছন্দ করতেন। সেই বক্তব্য দিতে দিতেই বিমলেন্দু দাশের মৃত্যু হলো।
বিমলেন্দু দাশ দক্ষিণ নালাপাড়ার স্থায়ী বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতেই বলুয়ার দীঘি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদ, মন্দির নির্মাণ পরিষদ ও চট্টলা শ্যামাপূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসি/টিসি