ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপ ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপ ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম:  চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গাড়ির ধাক্কায় ওয়াসার পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৯ ঘণ্টা বাধাগ্রস্ত হয় নগরে পানি সরবরাহ।

 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টার দিকে সড়কের বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগারের ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বন্দর নগরীতে পানি সরবরাহ করে থাকে।

ওয়াসার পাইপলাইনটি ফেটে তৈরি হয় বড় ফোয়ারা। এতে আশপাশের মার্কেটের দোকান ও সড়ক তলিয়ে যায়। পানির কারণে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয় এবং তৈরি হয় তীব্র যানজটের।  

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, সকালের দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। ব্রেক ফেইল হওয়ার কারণে সরবরাহ লাইনে ফাটল দেখা দেয় বলে জানা গেছে। পাইপলাইনটি মেরামত করা হয়েছে এবং বিকেল ৩টায় নগরে পুনরায় পানি সরবরাহ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।