ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডারে মেধা বিকাশ শিক্ষা উৎসব: ১৮৯ জন শিক্ষার্থী পেল বৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
মাইজভাণ্ডারে মেধা বিকাশ শিক্ষা উৎসব: ১৮৯ জন শিক্ষার্থী পেল বৃত্তি

চট্টগ্রাম: গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে মেধা বিকাশ শিক্ষা উৎসব, বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ জানুয়ারি) মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র উদ্যোগে মেধা বিকাশ শিক্ষা উৎসব, স্কুল  মাদ্রাসা ভিত্তিক প্রতিযোগিতা মেধা বিকাশ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল সরওয়ার, ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমদ রনি, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান, উদ্ভিদ বিভাগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক।  

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেকে ভালো মানুষ হতে হবে।

ভালো মানুষ হওয়ার জন্য দিন শেষে নিজের কর্মের ভালো মন্দের বিচার নিজেকে করতে হবে সচেতনভাবে। ভালো কাজের জন্য আল্লাহর নিকট শুকরিয়া এবং মন্দের জন্য অনুতাপ ও সচেতন হওয়া জরুরি। সন্তানদেরকে ভালো মানুষ গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।  

অনুষ্ঠানে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে অবদান রাখায় নয়জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয় এবং ১৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।