চট্টগ্রাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, অবৈধ দখলকারীরা কীভাবে এসব সংযোগ পায়?
রোববার (১৯ জানুয়ারি) বিকালে নগরের আকবরশাহ্ এলাকায় অবৈধ পাহাড় কাটা পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অপরিকল্পিত পাহাড় কাটা এবং অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে। এ ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।
পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমআর/পিডি/টিসি