চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিশু কিডনি ওয়ার্ড চালু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টায় হাসপাতালের দ্বিতীয় তলায় এই ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিডনি ওয়ার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু কিডনি চিকিৎসক প্রফেসর মোহাম্মদ হানিফ। সভাপতিত্ব করেন শিশু কিডনি ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সনৎ কুমার বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মারুফ-উল-কাদের। শিশু কিডনি ওয়ার্ডের চিকিৎসা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ডা. সুস্মিতা সেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন ডা. তাসফিসা তাবাসসুম।
প্রধান অতিথি প্রফেসর ডা. মোহাম্মদ হানিফ বলেন, দেশের শিশু কিডনি রোগী বাড়ছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আলাদা ওয়ার্ডের মাধ্যমে এক নতুন অধ্যায়ের যাত্রা করেছে। দেশে এখন চিকিৎসাসেবার মান বেড়েছে। এখানে রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবে। ঢাকা নির্ভরতা কমে আসবে।
২০১৩ সালের ১১ ডিসেম্বর চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীদের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল মাত্র ১১ শয্যার একটি ওয়ার্ড। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরে শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়। শিশু রোগীদের ঝুঁকি ও ভোগান্তি এবং চাহিদার কথা চিন্তা করে সুরক্ষিত পরিবেশে এই আলাদা-স্বতন্ত্র ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, শিশু রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবার পরিবেশ নিশ্চিতে আমরা সচেষ্ট।
শিশু কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. মারুফ-উল-কাদের বলেন, এখন আলাদা ওয়ার্ডে শিশুদের সুরক্ষিত পরিবেশে উন্নত চিকিৎসাসেবা দেওয়া অনেক সহজ হবে। শিশু রোগীরা ডায়ালাইসিস সুবিধাসহ সব ধরনের সুবিধা পাবে।
এমআর/টিসি