চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিটি স্কুলে একজন সাইকোলজিস্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এটি এখন সময়ের দাবি।
শুক্রবার (২৪ জানুয়ারি) জিইসির প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মানসিক বিকাশে সাইকোলজিস্টদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাইকোলজিস্টরা শুধু মানসিক চাপ কমাতে সাহায্য করেন না, তারা শিশুদের মনের কথা শোনেন এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেন। এমনকি পরিবারের সঙ্গে শিশুর সম্পর্ক উন্নত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিটি স্কুলে একজন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত পরিবেশে শিখতে পারবে এবং তাদের শিক্ষার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফলের জন্য নয়, আমাদের শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা এবং মানসিক সুস্থতার মেলবন্ধন একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসরুর উদ্দিন আনোয়ার, চেয়ারম্যান ইশরাত জাহান, উপদেষ্টা আহসান উল্লাহ সাদী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কানিজ ফাতেমা, লায়ন সাজ্জাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা,জানুয়ারি ২৪, ২০২৫
এআর/পিডি/টিসি