ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় ঐকমত্যের সন্ধানে সংলাপ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় ঐকমত্যের সন্ধানে সংলাপ বৃহস্পতিবার

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) ও আইন বিভাগের উদ্যোগে  সংস্কার, নির্বাচন, সমন্বয়: জাতীয় ঐকমত্যের সন্ধানে বিষয়ক আঞ্চলিক সংলাপ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

 বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব  করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সভাপতি ও সিসিআরএসবিডির নিবার্হী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ইউসিএসআই’র ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একে এনামুল হক।

এছাড়াও প্রধান আলোচক থাকবেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিশেষ অতিথি সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা—প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিশেষ আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নছরুল কদির এবং রিসোর্স পারসন ও মডারেটর হিসেবে  থাকবেন চবির লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।