চট্টগ্রাম: উইকন প্রপার্টিজ আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে গড়ে তুলছে স্মার্ট আবাসন ও বাণিজ্যিক স্থাপনা। আর এ প্রচেষ্টায় গ্রাহকের স্বপ্নপূরণে এবারের রিহ্যাব ফেয়ারে 'Pay Once - Earn Now' অফার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরের মেহেদিবাগের পিটুপি-উইকন হেড অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উইকনের চলমান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পিটুপি ফ্যামিলি পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার বলেন, আমাদের প্রতিটি প্রকল্প ডিজাইন করা হয়েছে স্মার্ট হোম ও কমার্শিয়াল স্পেস এর ধারণা মাথায় রেখে, যা আপনার জীবনকে সহজ, নিরাপদ এবং উন্নত করবে। আধুনিক স্মার্ট হোম সলিউশন ও ইকো-ফ্রেন্ডলি এসব স্থাপত্যে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার শতভাগ নিশ্চয়তা।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লায় মোট ২৫টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। সবগুলোর ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোস করিনি। গ্রাহকদের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। কিস্তি সুবিধার পাশাপাশি যারা এককালীন বিনিয়োগ করবেন তারা পরেরমাস থেকেই রেন্ট বাবদ রির্টান পাওয়া শুরু করবেন। আমাদের কোনো লুকানো চার্জ নেই। সব বিষয়ে গ্রাহক খোলামেলা আলোচনা করতে পারবেন। রিহ্যাব ফেয়ারে আমাদের এক্সপার্ট কর্ণারে সবাইকে আমন্ত্রণ।
পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, একটি ফ্ল্যাট শুধু একটি ঠিকানা নয়, এটি মানসিক প্রশান্তি ও ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। উইকন প্রপার্টিজ গ্রাহকের স্বপ্ন পূরণ করবে এককালীন বিনিয়োগে, কিন্তু আপনাকে দেবে সারাজীবনের নিশ্চয়তা। নগরের অভিজাত লোকেশনে উইকন দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট। যেখানে গুণগত মান, টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হয়। এককালীন বিনিয়োগে গ্রাহককে ব্যাংক ঋণের বোঝা নিতে হবে না। এটি শতভাগ হালাল ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ।
মধ্যবিত্তের স্বপ্নপূরণে উইকনের প্রচেষ্টা তুলে ধরে তিনি বলেন, আমরা মধ্যবিত্তদের বাড়ির স্বপ্নপূরণ করতে চাই। আমাদের রয়েছে মাত্র দুই শতাংশ হারে মূল্য পরিশোধের সুযোগ।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পিটুপির পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন) প্রকৌশলী নাজিম উদ্দীন, পিটুপি ফ্যামিলির গ্রুপ সিওও মেজর (অব.) মোহাম্মদ আমিনুল হক, উইকন প্রপার্টিজ সিটিও প্রকৌশলী দেবাশীষ পাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন, জিএম (অপারেশন) মোহাম্মদ নাজমুল হোসেন, পিটুপি ফ্যামিলি গ্রুপ ডিজিএম রামেন দাশ গুপ্ত সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
পিডি/টিসি