ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক উল্টে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ট্রাক উল্টে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মীরসরাইয়ে দ্রুতগতির একটি কয়লাবোঝাই ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. আক্তার হোসেন মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রোড ডিভাইডারে ধাক্কা দেয়।

এরপর উল্টে গিয়ে পাশে থাকা একটি লেগুনা ও মোটরসাইকেলের ওপর পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। লেগুনাটি ক্ষতিগ্রস্ত হলেও চালক বেঁচে গেছেন।

কুমিরা হাইওয়ে থানার এএসআই শামসুল হক বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক, মোটরসাইকেল ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।