ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী আসনে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বাঁশখালী আসনে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম

চট্টগ্রাম: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর শীলকূপস্থ হাজী সোলতান আহমেদ কমিউনিটি সেন্টারে দলটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাফর সাদেক।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের জন্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করার নির্দেশনাও দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।