চট্টগ্রাম: আনোয়ারায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কে বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, সড়কের পাশে পরিচয়হীন এক নারী পড়ে আছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে সড়কের পাশে রেখে গেছে অপরাধীরা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
বিই/টিসি