ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
বেশি দামে মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: বোয়ালখালীতে গরুর মাংসের দাম বেশি নেওয়ায় এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পৌর সদরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।  

সম্মিলিত এ অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি টিম।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ বলেন, পৌর সদরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেছে। এতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের ও ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করার জন্য চালকদের বলা হয়েছে।

এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ও ৪টি পৃথক মামলায় ৪ জনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।