ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

চট্টগ্রাম: নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এমপিবি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ভোলার মো. নুর আলমের ছেলে।  

সোহাগ রাস্তা থেকে প্লাস্টিক ও বোতল সংগ্রহ করতো।

রাস্তা পার হওয়ার সময় সে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, চালক ও কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।