চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৫ থানা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কমিটি গঠনের উদ্দেশ্যে কর্মীসভা শেষ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ২ সদস্যের আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ থানা ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ২ সদস্যের আহ্বায়ক কমিটি। এরইমধ্যে কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর বিএনপি নেতাদের সঙ্গে কমিটি নিয়ে আলোচনা করেছেন তারা।
অন্যদিকে অতীতে দলের ভেতরের সাংগঠনিক ও নেতৃত্বের দুর্বলতা নিয়েও চলছে আত্মসমালোচনা। স্বেচ্ছাসেবক দল ঘুরে দাঁড়াতে মহানগর থেকে তৃণমূল পর্যন্ত ব্যর্থ ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতাদের মাধ্যমে নেতৃত্ব পুনর্গঠনের তাগিদ দিয়েছেন তারা। দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপ করে এমন অভিমত পাওয়া গেছে।
গত ৬ ফেব্রুয়ারি সাড়ে ছয় বছর পর দুই সদস্যের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ঘোষিত কমিটিতে বেলায়েত হেসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করা হয়। তাদেরকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।
১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দিলেও পরে মৌখিকভাবে থানার কর্মীসভা শেষ করে কেন্দ্রে কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
২০২১ সালের ২৬ জুলাই নগরের ইপিজেড,পতেঙ্গা, বাকলিয়া, বন্দর, হালিশহর ও পাহাড়তলী থানায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১৮ আগস্ট তৎকালীন কেন্দ্রীয় কমিটি নগরের খুলশী, আকবরশাহ,পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি পুনরায় কোতোয়ালী, ডবলমুরিং, সদরঘাট, চকবাজার ও চান্দগাঁও থানার কমিটি ঘোষণা করে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল। সাংগঠনিক গতিশীলতা আনার জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে। মেয়াদোত্তীর্ণ থানা কমিটি ভেঙে নতুন কমিটি হবে- এটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। নতুন কমিটিতে ত্যাগী ও যারা সক্রিয়, আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিল, তাদেরকেই মূল্যায়ন করা হবে। নিষ্ক্রিয়দের প্রয়োজন নেই।
কেন্দ্রীয় এক নেতা জানান, যারা মাঠের রাজনীতিতে সক্রিয় থেকেও বিভিন্ন সমীকরণের কারণে অতীতে স্বেচ্ছাসেবক দলের কমিটির নেতৃত্বে আসতে পারেননি তাদের এবার কমিটিতে স্থান করে দেওয়া হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বাংলানিউজকে বলেন, ১০ দিনের মধ্যে কেন্দ্রে আহ্বায়ক কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ থাকলেও পরে পরিবর্তন করা হয়েছে। আমাদের থানা কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থানায় কর্মীসভা করেছি ৮ দিনে। সাধারণ সম্পাদক ৭ মার্চ বৈঠক করে থানা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে দিক-নির্দেশনা দিবেন। সাত থেকে দশ দিনের মধ্যে থানা ও মহানগর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নাম কেন্দ্রে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এমআই/টিসি