চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে এই কমিটি প্রকাশিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আহ্বায়ক এম জে এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রিয়াদুর রহমান জিয়াদকে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের বিভিন্ন বর্ষের আহত ও সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। মূলত অরাজনৈতিক একটি প্লার্টফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই প্ল্যাটফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। কমিটিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
পিডি/টিসি