চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ব্যবসায়ীরা যদি উন্নয়ন প্রকল্পে আমাদের সহযোগিতা করেন, তবে খুব দ্রুতই একটি আধুনিক ব্যবসাবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে নগরের হল ২৪ কনভেনশন সেন্টারে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্যবিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর যানজট নিরসনে সিটি করপোরেশন সমন্বিত পরিকল্পনা নিয়েছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন,
বিশেষ করে কাস্টম হাউস, চাক্তাই-খাতুনগঞ্জ, নিউ মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ এবং জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমাতে কাজ চলছে।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করতে আমরা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, পোর্ট সিটি হিসেবে চট্টগ্রামকে আধুনিক লজিস্টিক সাপোর্ট, ব্যবসায় ডিজিটালাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা ব্যবসার পাশাপাশি নগরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সহযোগিতা করুন। আমরা চাই, চট্টগ্রাম একটি পরিচ্ছন্ন, সবুজ এবং ব্যবসাবান্ধব নগর হয়ে উঠুক।
তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সম্মানিত সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সদস্য আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, জসিম উদ্দীন কবির, এম এ শুক্কুর, হারুন ওর রশিদ, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ সেলিম উল্লাহ ও মো. ছমীর উদ্দীন, সাবেক সভাপতি আবদু হালেক ও সাবেক সভাপতি আবু তালেব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এমআই/টিসি