চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শিতায় জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তবে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।
রোববার (২৩ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক মুহাম্মদ রফিকুল আলম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য প্রকৌশলী মাহী আলম, প্রকৌশলী আব্দুল রশীদ, শাহেদ আহমস রাসেল, শাহীনুর শাহীন, জাহাঙ্গীর আলম রুপু, নাছির উদ্দিন চৌধুরী ও এস এম মোদাচ্ছের শাহ।
আরও বক্তব্য রাখেন, জামাল উদ্দিন, আজিম উদ্দিন তালুকদার, শহিদুল্লাহ, এরশাদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, সজিব গাজি, ইলিয়াস আমীর আলী, এরশাদ, হাশেম, আরিফ, ভিপি ইলিয়াস, দিদারুল আলম, সেলিম আজাদ, কায়সার, মোস্তাফা, ওসমান গণী ও জসিম উদ্দিন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। সুতরাং জনগণের কল্যাণমূলক কাজে বেশি করে নিয়োজিত হতে হবে৷ দেশের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে৷ দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে রুখে দিতে হবে। পরাজিত ফ্যাসিস্টের দোসরদের ব্যাপারেও সজাগ থাকতে হবে।
ইফতারের পূর্বমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়৷
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
পিডি/টিসি/জেএইচ