ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক দুই স্থানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, মার্চ ২৫, ২০২৫
চট্টগ্রামে পৃথক দুই স্থানে আগুন

চট্টগ্রাম: নগরের লালখান বাজারের টাংকির পাহাড় এলাকার একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নানা বাগানের ছাদেকের কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।



স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।  

এ কলোনিতে ১৫টির মতো বসতঘর ছিল বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের গোয়াছি বাগান সংলগ্ন পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫

বিই/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।