চট্টগ্রাম: লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহনেওয়াজ লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহনেওয়াজ লাভলু লোহাগাড়ার আধুনগর ৮ নম্বর ওয়ার্ড ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
গত ১২ সেপ্টেম্বর ব্যবসায়ী শাহ আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলু এবং তার দুই ছেলে মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামি। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল। তাকে গ্রেপ্তার করার পর শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এসি/টিসি