চট্টগ্রাম: চন্দনাইশে অবৈধভাবে নির্মিত তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
ইটভাটাগুলো হলো- নুরুল কাদেরের জেএমসি ব্রিকস, মোহাম্মদ আলীর মেসার্স রহমানিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (আরবিএম) এবং মেসার্স কাশেম ব্রিকস ম্যানুফ্যাকচারার (কেবিসি)।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার কাঞ্চননগরে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করায় তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দীন ও পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সলসহ র্যাব-৭, চন্দনাইশ থানার পুলিশ ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
বিই/টিসি