ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের মণ্ডপগুলোতে অনুদান দিলেন মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, সেপ্টেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রামের মণ্ডপগুলোতে অনুদান দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের জেএম সেন হলের পূজামণ্ডপে ৫ লাখ এবং ২৬৯টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) লালদীঘির চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র।

 

মেয়র বলেন, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে চসিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা যেন সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।

তিনি পূজার পর মণ্ডপ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পূজা কার্যক্রম শেষে প্রতিদিনের ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। অন্যথায় তা নালা-খালে পড়লে জলাবদ্ধতা সৃষ্টি হবে। নাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবার দায়িত্বশীল হতে হবে।

সেফ সিটির অর্থ হলো—সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা কাউকে বিভেদে নয়, বরং ঐক্যে দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌমনাথ দাশ রাজু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দু পাল অরুণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সাবেক ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, উপ অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুকান্ত তালুকদার প্রমুখ।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ