ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, সেপ্টেম্বর ২৭, ২০২৫
সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সাতকানিয়া থানার নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো.সাইফুদ্দিন মাহমুদ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া নবীন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো.সাইফুদ্দিন মাহমুদ সোহেল (৪০) ওই এলাকার মৃত সামশুদ্দিনের ছেলে। তিনি সাতকানিয়া সদর ইউনিয়ন দক্ষিণ রূপকানিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ আগস্ট সাতকানিয়া থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি তিনি। এছাড়াও সাতকানিয়া থানার একটি জোড়া খুনের মামলায় আসামি হলে সেই মামলায় জামিনে ছিলেন।  

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মো.সাইফুদ্দিন মাহমুদ সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ