ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী বিএনপির নেতাকর্মীরা: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, সেপ্টেম্বর ২৮, ২০২৫
দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী বিএনপির নেতাকর্মীরা: সরওয়ার আলমগীর ...

চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  

তিনি বলেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরা পাহারা দিবে।

দুর্গোৎসবে অতন্দ্র প্রহরী আমাদের কর্মীরা। দিল্লীতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা।
 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফটিকছড়ি পৌরসভা সদরের পালপাড়ায় পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, জসিম উদ্দিন নান্নু, রশিদ চৌধুরী, জিয়াউল হাসনাত ফরহাদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, এরশাদ, রফিক, ইসমাইল সহ পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।