ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, সেপ্টেম্বর ২৮, ২০২৫
হত্যা মামলার আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার মো.রাজু হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো.আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

মো.আরিফ (৩০) নগরের আকবরশাহ এলাকার মো.ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ডবলমুরিংয়ে ছুরিকাঘাত করে মো.রাজুকে হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি মো.আরিফ খুলশী থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে টাইগার পাস মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো.আরিফকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।