চট্টগ্রাম: লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে নুরুল হক (৫৩) নামে এক পল্লি চিকিৎসক খুন হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক (৫৩) কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত সজীব বড়ুয়া (৩৫) নামে এক দিনমজুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জানা যায়, সোমবার রাতে কানুরাম বাজারে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন পল্লি চিকিৎসক নুরুল হক। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে সজীবের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, কাপড় কাটার কাঁচি দিয়ে সজীব পল্লি চিকিৎসক নুরুল হককে আঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন সজীবকে আটক করে গণপিটুনি দেয়। আমরা মরদেহ উদ্ধার করে সজীবকে হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ গণ্টা, মার্চ ২৫, ২০২৫
পিডি/টিসি