ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শপিংমল থেকে ফুটপাত, শেষ সময়ে ঈদের বেচাকেনার ধুম সবখানে

পলাশ দে, নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
শপিংমল থেকে ফুটপাত, শেষ সময়ে ঈদের বেচাকেনার ধুম সবখানে ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের শত বছরের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার মধ্যবিত্ত নারীদের কাছে রয়েছে বিশেষ গুরুত্ব। বাজেটের মধ্যে শাড়ি, জামা, প্রসাধনী, জুয়েলারি ও শিশুদের পোশাকের জন্য এ মার্কেট অদ্বিতীয়।

রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে রিয়াজউদ্দিন বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি।
 

দোকানিরা জানালেন, ঈদের কেনাকাটায় এবার শাড়ি ভালো বিক্রি হচ্ছে। এরমধ্যে বেশি চাহিদা রয়েছে বেনারসি ও কাতানের। দোকানগুলোতে শাড়ি ছাড়াও থ্রি-পিস, লুঙ্গি, জুতো, প্যান্ট, জুয়েলারি, প্রসাধনীসহ পাইকারি ও খুচরা পণ্যের বিপুল সম্ভার রয়েছে।

রিয়াজউদ্দিন বাজারে শপিং করতে আসা গৃহিনী আফরোজা শামীম বলেন, এ মার্কেট ও আশেপাশে সব ধরনের জিনিস পাওয়া যায়। তাও বাজেটের মধ্যেই। রিয়াজউদ্দিন বাজারের দোকানগুলোতে শাড়ি কালেকশনও ভালো। তাই শাড়ি কিনতে আসলাম।

রিয়াজউদ্দিন বাজার ছাড়াও জহুর হকার্স, বিপণি বিতান, তামাকমুণ্ডি লেইন ক্রেতাদের পদচারণায় মুখর। এছাড়া রিয়াজউদ্দিন বাজারের নিউমার্কেট থেকে শাহ আমানত পর্যন্ত দুই পাশে ছাড়াও স্টেশন রোডের একপাশে কয়েকশ হকার রয়েছে। ঈদে হকারদের এখানে সবচেয়ে বিক্রি বেশি হয়। এসব দোকানে ১০০ টাকার মধ্যে শার্ট কিংবা ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে প্যান্ট কেনা যায়। এছাড়া ২০০ থেকে ৬০০ মধ্যে জুতাও  পাওয়া যায় এসব ফুটপাতে। কম দামে এখানে পণ্য কিনতে নিম্নবিত্তের মানুষের ভরসা এ ফুটপাতের দোকানগুলোই।

নিউমার্কেট খ্যাত বিপণি বিতানের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস, বোরকা, জুতো, মোবাইল, ঘড়ি, ব্যাগ-লাগেজ, টেইলারিং, কসমেটিকসের প্রতিটি শোরুমে ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের ভিড়। আবার প্রায় শোরুমে কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড়ও।  

নগরের আরেক পুরানো মার্কেট টেরিবাজারেও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এ মার্কেট মূলত বিদেশি কাপড়ের জন্য বিখ্যাত। পাঞ্জাবি-শাড়ি ও থান কাপড় কিনতে নগরবাসীর প্রথম পছন্দ এ টেরিবাজার।

ব্র্যান্ড ও নতুন ডিজাইনের প্রতি যাদের ঝোঁক তারা ভিড় করছেন নগরের বিলাসবহুল শপিং মলগুলোতে। বিশেষ করে সানমার, ফিনলে স্কয়ার, বালি আর্কেড, আখতারুজ্জামান সেন্টার, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, ইউনেস্কো সিটি সেন্টারে বেশ ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।

ফিনলে স্কয়ারে আসা তরুণ ইসমাইল গাজী বলেন, দামের চেয়ে এখানে পোশাকের মানটাই আসল। বিভিন্ন ব্র‍্যান্ডের পোশাক দেখছি ঘুরে ঘুরে। যেখানে যেটা পছন্দ হবে  কিনবো।

আগ্রাবাদ মোড় থেকে একটু এগোলেই আখতারুজ্জামান সেন্টারের পেছনে কমার্স কলেজ রোডসহ আশপাশের ফুটপাতে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের হরেক রকমের জুতার পসরা। কেডস, চটি, ফরমাল স্যু থেকে শুরু করে তরুণদের পছন্দের সব জুতা পাওয়া যাচ্ছে এ ফুটপাতেই। সন্ধ্যার পর থেকে জমে ওঠে এই জুতার বাজার।

মূলত বাজেট ফ্রেন্ডলি, সঙ্গে এক জায়গায় হরেক রকমের জুতা আর কোথাও পাওয়া যায় না। পরিচিত ব্র‍্যান্ডের দোকানে যে জুতা তিন থেকে চার হাজার টাকা, প্রায় একই রকমের জুতা এখানে পাওয়া যায় ১৪০০ থেকে ১৬০০ টাকায়। জুতাও বেশ টেকসই।

এক ক্রেতা জানান, বিভিন্ন ব্র‍্যান্ডের জুতা রয়েছে এখানে। তবে বাজার থেকে একটু দেখেশুনে কিনতে হয়। দরদাম করে মোটামুটি কম দামে জুতা পাওয়া যায়।
ঈদ উপলক্ষে অনেকে কিনছেন গৃহস্থালি পণ্য ও ঘর সাজানোর নানা পণ্য। আর এর জন্য বিখ্যাত নগরের গোলাম রসুল মার্কেটে এখন বিক্রেতাদের দম ফেলার ফুরসত নেই।  

গৃহিনী ফাতেমা সানজি বলেন, ঈদে অতিথিদের আপ্যায়ন ও ঘর সাজাতে কিছু জিনিস কিনছি। এখানে মানসম্মত গৃহস্থালি পণ্য পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।