ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ চট্টগ্রামে জামায়াত-ছাত্র শিবির ঐক্যবদ্ধ ও সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে  

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
দক্ষিণ চট্টগ্রামে জামায়াত-ছাত্র শিবির ঐক্যবদ্ধ ও সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে  

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আপনারা ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করুন। আপনারা দিনে এক পার্টি, রাতে আরেক পার্টি।

এখন আপনাদের চেষ্টা হলো ১৭ বছরের পতিত স্বৈরাচারদের আপনাদের পতাকাতলে নিয়ে আসা, কিন্তু এটা হবে না, পারবেন না।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১১তম শহীদ সাতকানিয়া সরকারি কলেজের শিবিরের সাবেক সভাপতি শহীদ জাহাঙ্গীর আলম সবুজ এর ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাতকানিয়া সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা মনে করছেন, সবাই মিলে মিশে আমাদের সঙ্গে মোকাবিলা করবেন। করুন, ষড়যন্ত্র যতই হোক আমরা শহীদ জাহাঙ্গীরের মতো একে একে শাহদাত বরণ করবো। মনে রাখবেন, জামায়াত ও শিবির দক্ষিণ চট্টগ্রামে সুদৃঢ় ও ঐক্যবদ্ধ। কোনও ষড়যন্ত্রের চেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, আমরা কখনোই ভয় পাই না। আমাদের ইতিহাসে বহু বাধা এসেছে, বহু সংগ্রাম করেছি আমরা। আমাদের বিশ্বাস অবিচল, আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। চট্টগ্রাম জেলা দক্ষিণ  ছাত্রশিবিরে সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।