ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া কোটি টাকার পণ্য উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ৯, ২০২৫
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া কোটি টাকার পণ্য উদ্ধার চুরি হওয়া পণ্য

চট্টগ্রাম: কক্সবাজারের মহেশখালীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে চুরি হওয়া কোটি টাকার পণ্য উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।  

বিভিন্ন সময় এ প্রকল্পে পণ্যসামগ্রী চুরির অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে একটি তালাবদ্ধ ঘর থেকে এসব পণ্য উদ্ধার করে।

এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিম বার ও স্ক্র‍্যাপ ইত্যাদি। এ সব পণ্যের ভিত্তিমূল্য প্রায় এক কোটি টাকা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করেছে।  

উদ্ধার করা পণ্যসামগ্রী স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।