চট্টগ্রাম: বুকে ব্যথাসহ নানান শারীরিক সমস্যায় আক্রান্ত চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
তিনি বলেন, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমড় ব্যথাসহ নানা রোগে ভুগছেন। সকালে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এরপর থেকে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমআই/টিসি