ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে বদলি ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন হিসাব শাখার কর্মকর্তা, একজন সহকারী সচিব এবং অন্য দুজন বিদ্যালয় শাখার কর্মকর্তা।

 

রোববার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম (সরকারি কলেজ-২) এর সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৮ এপ্রিলের মধ্যে তারা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

বদলি হলেন যারা- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলিকে বদলি করা হয়েছে দিনাজপুর সরকারি কলেজে। ওই পদে আসছেন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক আবুল কাশেম।  

বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনকে বদলি করা হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজে। হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্তকে বদলি করা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি কলেজে। তাঁর জায়গায় আসছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক মো. ওয়াসিম হাসান।  

এছাড়া, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসারকে বদলি করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে। বোর্ডের সহকারী সচিব (১) সম্পা তালুকদারকে বদলি করা হয়েছে গাইবান্ধা সরকারি কলেজে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।