চট্টগ্রাম: বিএনপির টার্গেট একটা সুন্দর বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা যেন এই প্রজন্মের জন্য সুন্দর হয়।
শনিবার (২৬ এপ্রিল) রাতে ৩১ দফা নিয়ে আলোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান এসব কথা বলেন।
বিএনপি চট্টগ্রাম মহানগর ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডস্থ পোস্তারপাড়, আকবর শাহ মাজার বাড়ি, দেওয়ান হাট দীঘিরপাড় ইউনিটের উদ্যোগে দেওয়ান হাট এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রফিক মেম্বার।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদের সফলতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। এ দায়িত্ব নিতে হবে পাড়া মহল্লার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। আমরা জুলুম করবো না, প্রতিশোধ নেব না। চাঁদাবাজি ও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আগামী কাঠামো তুলে ধরবো।
‘জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জনবিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে’।
যুবদল নেতা মো. ইলিয়াস ও মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা আব্দুল আজিম, আব্দুল মান্নান, আকবর কবির ডিউক, আমির উদ্দিন বাবলু, আনু মিয়া বাবুল, মো. শাহজাহান, জাহেদ হোসেন, আজিজুর রহমান ভুলু, হাজী কামাল আহাম্মদ, বদিউল আলম, আবুল কালাম আবু, হায়দার আলী, আব্দুল মান্নান, ফারুক আহাম্মদ, সৈয়দ হোসেন, খয়রাতি মিয়া, মনজুর, আনিস, কোরবান আলী, ইউসুফ, ইসলাম যুবদল নেতা ইফাজ খান ফারুক, মুরাদ, সুমন, আলমগীর, মাইনুদ্দীন, দেলোয়ার, মাহবুব, বেলাল, আজিজ, রফিক, মাসুদ রানা, হোসেন, শ্রমিকদল নেতা জাহাঙ্গীর, আব্দুল নুর, শফিক, জাসাস নেতা বিপলু, ইউসুফ হোসেন, মনজুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এসি/টিসি