ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্রমিকের মৃত্যুর ঘটনায় সুপারভাইজার বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, এপ্রিল ৩০, ২০২৫
শ্রমিকের মৃত্যুর ঘটনায় সুপারভাইজার বরখাস্ত উৎপল তঞ্চঙ্গ্যা

চট্টগ্রাম: সিইপিজেডে উৎপল তঞ্চঙ্গ্যা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

সোমবার (২৮ এপ্রিল) ফৌজদারহাট বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উৎপল। তিনি সিইপিজেডের মেসার্স এলসিবি ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় ফিনিশিং হেলপার পদে কর্মরত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, রোববার (২৭ এপ্রিল) দুপুরে অসুস্থ বোধ করেন সুপারভাইজারকে বিষয়টি জানান উৎপল। সন্ধ্যায় বাসায় ফিরে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।  

উৎপলের সহকর্মী জিসান তঞ্চঙ্গ্যা বলেন, রোববার উৎপল ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর একাধিকবার ছুটি চেয়েও পাননি। শারীরিক অবস্থার অবনতি হলে তার ছোট ভাই উৎপলকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।