ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মে ৩, ২০২৫
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হসপিটাল এলাকায় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াসিন কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন।

পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন হসপিটাল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী।  

পটিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ০৩, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।